ASANSOL

চিত্তরঞ্জন রেল নগরী পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখার দাবি, CRMC র ঘেরাও ও বিক্ষোভ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-চিত্তরঞ্জন রেল নগরী পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখার দাবি জানিয়ে
বুধবার চিত্তরঞ্জন কারখানার প্রধান কার্যালয়ের সামনে এনএফআইআর( আইএনটিইউসি) ঘেরাও করে ।এদিন চিত্তরঞ্জন রেলওয়ে মেনস কংগ্রেস এর তরফে ইন্দ্রজিৎ সিং, সঞ্জীব সাহি,পঙ্কজ কুমার পিন্টু, সোমেন দাস প্রমুখ জানান যে,চিত্তরঞ্জন শহরের জঙ্গল ও ঝোপঝাড় সময়মত না কাটার কারণে বিভিন্ন বন্য প্রাণী,সাপ ,চোর ও দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত বেড়েছে। যার কারণে এখানকার মানুষ সমস্যায় পড়ছে।

রেল আবাসন গুলি জরাজীর্ণ হওয়ার কারণে শ্রমিকরা তাদের বাসস্থানে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে।জল নিকাশি বাবস্থা ও ড্রেন গুলি ভগ্ন হওয়ার ফলে নোংরা জল জমে মশা ও বিভিন্ন রোগের উপদ্রব বেড়েছে ।তাছাড়া নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়ার ফলে নোংরা জল চিত্তরঞ্জন এর বিভিন্ন ড্যাম্পের জলাশয়ে গিয়ে পড়ছে ফলে সেখান থেকে মানুষের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে।

এছাড়াও বিভিন্ন সমস্যার সমাধান নিয়েও আলোচনা করা হয়। এই বিষয়ে, প্রধান প্রকৌশলী এ কে ভৌমিক শ্রমিকদের আশ্বস্ত করেন যে 30 সেপ্টেম্বরের মধ্যে চিত্তরঞ্জন থেকে জঙ্গল ঝোপ ঝাড় কেটে ফেলা হবে।বর্ষা শেষ হওয়ার সাথে সাথেই রেল ঘরগুলির রক্ষণাবেক্ষণের কাজ শুরু করা হবে।

Leave a Reply