কুলটি হাই স্কুলের শিক্ষকরা নিজে রক্তদান করে শিক্ষক দিবস পালন করলেন
বেঙ্গল মিরর, কাজল মিত্র : বিগত কাল ৫ই সেপ্টম্বর শিক্ষক দিবস তার এক দিন আগে নিজের শরীরের রক্তদান করে শিক্ষক দিবস পালন করলেন পঃবঃ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল মাধ্যমিক সমিতির কুলটি হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাগন ।




এই রক্তদান শিবিরে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলে চিয়ারম্যান উজ্বল চেটার্জি সঙ্গে সুমিত রায় , রাম প্রকাশ ভট্টাচার্য্য , আদিত্য কণার , দিবেন্দু সাহা , এস এন সিং , প্রতিভা নাথ রায় , তুষার ব্যানারজি , সহ অনেকে । উপস্থিত অতিথিগন ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন এর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ জ্বালিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন । চিয়ারম্যান উজ্বল চেটার্জি কুলটি হাই স্কুলে সমস্থ শিক্ষক শিক্ষিকাদের এই উদ্দোগকে শাধুবাদ জানায় । এই প্রসঙ্গে কুলটি হাই স্কুলের শিক্ষক তথা TIC অনুপ কুমার দত্ত বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এই উদ্দোগ আগামি দিনেও এইরূপ কর্মসূচি নেওয়া হবে ।