ASANSOL

মূল্যবৃদ্ধির প্রতিবাদে আসানসোলে কংগ্রেসের প্রতিবাদ সভা, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৪ সেপ্টেম্বরঃ রান্নার গ্যাস , পেট্রল ও ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার আসানসোল আদালত সংলগ্ন ঘড়ি মোড়ে গান্ধী মূর্তির সামনে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস ও যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এর পাশাপাশি কংগ্রেস নেতৃত্ব কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন সরকারি সংস্থার বেসরকারিকরণ ও বিক্রির বিরোধিতা করে এদিনের সভায় সরব হন। কংগ্রেস কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়ান। প্রত্যেকেই পেট্রো পন্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি সরকারের ভুল নীতিকে দায়ী করেন। সভার শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিনের সভায় ছিলেন সৌভিক মুখোপাধ্যায়, এস এম মুস্তাফা, ইন্দ্রাণী মিশ্র, তৃপ্তি মুখোপাধ্যায়, মামুন রশিদ সহ অন্যান্যরা।

Leave a Reply