Bengali NewsRANIGANJ-JAMURIA

ট্রাকের ধাক্কায় মোটরবাইক আরোহী আহত, প্রতিবাদে বিক্ষোভ, রনক্ষেত্র জামুড়িয়া

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য, আসানসোল, ৫ সেপ্টেম্বরঃ পথ দুর্ঘটনার এক মোটরসাইকেল আরোহীর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে রণক্ষেত্রের চেহারা নিলো আসানসোলের জামুড়িয়া থানার যাদুডাঙ্গার একটি বেসরকারী কারখানা সংলগ্ন এলাকা। স্থানীয় বাসিন্দা আদিবাসীদের উপর লাঠি চার্জে মারধর ও গুলি চালানোর অভিযোগ উঠেছে ঐ কারখানার নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। যদিও গন্ডগোলের কথা স্বীকার করলেও কারখানা ও পুলিশের পক্ষ থেকে গুলি চালানোর কথা অস্বীকার করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ সুখেন্দু মিশ্র (৩৯) নামে এক যুবক মোটর বাইকে করে একটি কারখানায় ডিউটিতে যাচ্ছিলো। সেই সময় যাদুডাঙ্গায় অন্য একটি বেসরকারি কারখানার সামনে তাকে একটি ট্রাক চাপা দেয়। তিনি গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রানিগঞ্জের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এই ঘটনার প্রতিবাদে ঐ কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে কয়েকজন পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে জামুড়িয়া থানার একজন সাব ইন্সপেক্টর আসেন। তাদেরকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। এর পরে আরো পুলিশবাহিনী এসে অবস্থা সামাল দেয়।


স্থানীয় বাসিন্দা অঞ্জন সরকার বলেন, এই এলাকায় রাস্তার ধারে কারখানার ট্রাক দাঁড়িয়ে থাকার ফলে এখানে রাস্তা অনেক সংকীর্ণ হয়ে পড়েছে। বারবার কারখানা কর্তৃপক্ষদের জানিয়েও কোনো লাভ হয়নি।রবিবার সকালে এই কারখানার সামনে একটি ট্রাক একজন মোটর বাইক আরোহীকে ধাক্কা মারলে সে গুরুতর আহত হন । এই ঘটনার প্রতিবাদ জানাতে স্থানীয় বাসিন্দারা ঐ বেসরকারি কারখানার গেটের সামনে জড়ো হলে তাদের উপর যথেচ্ছ লাঠিচার্জ করে কারখানার নিরাপত্তা রক্ষীদের পক্ষ থেকে বলে অভিযোগ। সেই সময় তারা চলে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আবার এক হয়ে প্রতিবাদ জানাতে গেলে তাদের সরানোর জন্য কারখানার নিরাপত্তা রক্ষীরা গুলি চালায় বলে অভিযোগ।


এই ঘটনা নিয়ে, ঐ কারখানার তরফে কোন গুলি চালানো বা মারধোরের কথা স্বীকার করা হয় নি। বরং বলা হয়েছে তাদের নিরাপত্তা রক্ষীদের ওপর আক্রমণ করা হয়েছে । অন্যদিকে, আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি (সেন্ট্রাল) তথাগত পাণ্ডে বলেন, খবর পেয়ে জামুরিয়া থানার ওসি নিজেই গিয়ে গোটা ঘটনার তদন্ত করেছেন। তিনি পরে জানিয়েছেন, এলাকায় কোন গুলি চলেনি। আর যে ট্রাকটি মোটরবাইক আরোহীকে ধাক্কা মেরেছিলো সেটি ঐ কারখানার ছিল না। ট্রাকটি ধাক্কা মারার পরে এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

सुरक्षा गार्ड बना करोड़पति, लगी लॉटरी, पहुंचा थाने, ससुराल में खरीदा था टिकट

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *