RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের 60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত 6

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: রানীগঞ্জের 60 নম্বর জাতীয় সড়কে রবিবার রাত্রি সাড়ে নটা নাগাদ এক পথ দুর্ঘটনায় আহত হল ওমনি ভ্যান এ থাকা চালকসহ 6 ব্যক্তি। রানীগঞ্জের হালদার বাঁধ এলাকার 18 থেকে 25 বছরের 6 জন যুবক গাড়ি ওভারটেক করতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে 1 কন্টেনার পিছনে সজোরে ধাক্কা মারলে গাড়ির মধ্যে থাকা 6 সদস্যই এই ঘটনায় আহত হয়। সকলকেই এদিন পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে রানীগঞ্জের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

জানা গেছে রানীগঞ্জের রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবি আই শাখায় ব্যাংকের বিভিন্ন সামগ্রী আনা কন্টেনার রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সে সময় এই গাড়িটি ওই কন্টেনার কে অতিক্রম করতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারের পেছনে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনার জেরে ওই ওমনি গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ ওই গাড়িটিকে জাতীয় সড়কের ধারে করে যান নিয়ন্ত্রণ করে স্বাভাবিক করে পরিস্থিতি।

Leave a Reply