BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

নিউ হোলি এঞ্জেল পাবলিক স্কুল এ পালিত হল শিক্ষক দিবস

বেঙ্গল মিরর,কাজল মিত্র :- সালানপুর ব্লকের আছড়া পঞ্চায়েতের নিকট হোলি এঞ্জেল পাবলিক স্কুল রয়েছে যেখানে ছাত্র ছাত্রীরা সংখ্যা 300 ।কোরোনা মহামারীর সময় থেকে চলছে অনলাইনে পড়াশুনা ।এইস্কুলে আশেপাশের গ্রামের বহু গরিব ছাত্র ছাত্রীও পড়াশুনা করে । স্কুলের কর্ণধার সঞ্জয় সুকুল জানিয়েছেন এই স্কুলে প্রতিবারই শিক্ষক দিবস বড়ই সড় করে পালন করে থাকি কিন্তু করোনা মহামারীর এই পরিস্থিতিতে রাজ্য ব্যাপী স্কুল বন্ধ তাই আমাদের এই স্কুলের শিক্ষক শিক্ষিকারও অনলাইনে মধ্যে দিয়ে ছাত্র ছাত্রীদের ক্লাস নিচ্ছে ।

তবে আগের বছরেও শিক্ষক দিবস পালন করা যায়নি তাই এবছর ছোট করে সামান্য কিছু ছাত্র ছাত্রীদের নিয়ে
নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান এর মধ্যে দিয়েই সামাজিক দূরত্ব বজায় রেখে এই দিবস পালন করা হয়েছে ।তাছাড়া এদিন ছোট ছোট ছাত্র ছাত্রীদের হাতে চকলেট ,বিস্কুট সহ মেধাবী ছাত্র ছাত্রীদের পুরস্কার তুলে দেওয়া হয় ।এছাড়া সঞ্জয় সুকুল বলেন যে সরাসরি ক্লাস নাহলেও অনলাইনে ক্লাস চলছে তবে ছাত্র ছাত্রীরা এদিন এই শিক্ষক দিবস অনুষ্ঠানে মিতা চ্যাটার্জি, রোজি ডে, প্রিয়াঙ্কা দত্ত,সুতপা রয়, শ্রাবনী চৌধুরী, সাংহামিত্র চক্রবর্তী, নিশা কুমারী,সুমিতা ব্যানার্জি,কুনাল সরকার, অনির্বান ভান্ডারী মলয় মিশ্র,নবনীতা সুকুল সহ অনেক শিক্ষক শিক্ষিকা ছিলেন।

Leave a Reply