ASANSOLBengali NewsKULTI-BARAKAR

মহিলাদের চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে, তিনজনকে মারধর করে আটক

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য,  আসানসোল ।মহিলাদের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে প্রায় কয়েকশো মহিলা রামনগরের একটি আবাসনে বুধবার সন্ধ্যা থেকে তিনজনকে মারধর করে আটকে রেখেছে। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী বুধবার সন্ধ্যে নাগাদ সেখানে পৌঁছেছে। জানা গেছে কিছুদিন আগেই চিনাকুড়িতে বেশ কিছু মহিলার থেকে কয়েক হাজার করে টাকা নিয়ে প্যাকিং শিল্পে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছিল কয়েকজন যুবক।  তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়

। মনে করা হচ্ছে ওই চিনাকুড়ির লোকেরাই রামনগর এবং মানবেরিয়া  এলাকায় ৯৮ জনের কাছ থেকে ৬/৭ হাজার টাকা করে নেয় কাজ দেওয়ার নাম করে। বেশ কিছুদিন ধরে সেই কাজ না দেওয়ায় এদের  বুধবার ধরে ফেলেন মহিলারা  রামনগর।বুধবার সন্ধ্যায় খবর পেয়ে চিনাকুড়ির মহিলারাও চলে আসেন এবং তাদের রামনগর এর একটি ঘরে আটকে রাখা হয় এবং মারধর করা হয়। ঘটনাস্থলে বিরাট বিরাট পুলিশ বাহিনী পৌঁছেছে।

Leave a Reply