Jamuria : কারখানায় আগুন 40 লক্ষ টাকার মতো সামগ্রী পুড়ল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, জামুড়িয়া : জামুড়িয়ার ধসল শিল্পতালুক এলাকায় ইটিএ ম্যানুফ্যাকচারার্স প্রাইভেট লিমিটেড নামক 1 কাস্টিং লোহার সামগ্রী নির্মাণের কারখানা বুধবার বিকেল পাঁচটা দশ নাগাদ হঠাৎই তেলের পিঠে আগুন লেগে যাওয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কারখানা চত্বরে। এই ঘটনায় কারখানার মধ্যে থাকা বিভিন্ন মূল্যবান সামগ্রী ও যন্ত্রাংশ মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় যদিও সে সময়ে সেখানে কোনো কর্মী না থাকায় কারো হতাহতের খবর মেলেনি।
এই ঘটনার খবর পাওয়ার পরপরই কারখানা কর্তৃপক্ষ পুলিশ ও ফায়ার বিগেট এ খবর দিলে রাণীগঞ্জ থেকে ফায়ার বিগেট এর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 45 মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন এদিনের এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 40 লক্ষ টাকার মতো সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় কারখানায়। ওই কারখানার আধিকারিক সৌরভ সারাফ জানান বড়োসড়ো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কোন মানুষজন না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে এ যাত্রায় তবে মূল্যবান সব সামগ্রী পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যাপক বিপাকে পড়েছেন তারা।