অরবিন্দনগর সার্বজনীন দূর্গা পূজা কমিটির খুঁটি পূজায় বিধায়ক বিধান উপাধ্যায়
বেঙ্গল মিরর, কাজল মিত্র ঃ গণেশ চতুর্থীর শুভ দিনে অনুষ্ঠিত হলো অরবিন্দনগর সার্বজনীন দূর্গা পূজা কমিটির খুঁটি পূজা।যেখানে মুখ্য রূপে উপস্থিত হন বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়।এদিন তিনি নারকেল ফাটিয়ে নিজ হাতে খুঁটি ধরে এই পবিত্র খুঁটি পূজার শুভ উদ্বোধন করেন। এই প্রসঙ্গে তিনি জানান অরবিন্দ নগর সার্বজনীনদূর্গা পূজা কমিটির এটি ২১তম পূজা প্রতি বছর এই জায়গায় দুর্গা পূজা ধুমধাম করে পালন করা হয়,তাছাড়া এই পূজা কে ঘিরে এই অঞ্চলের মানুষের প্রচুর উৎসাহ দেখা যায়।
তাছাড়া এইদিনের খুঁটি পূজায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান সহ সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ উৎপল কর সহ
চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ব্যানার্জী,উত্তরাম পুর জিৎপুর পঞ্চায়েতের প্রধান তাপস চৌধুরী,উপপ্রধান বন্দনা মন্ডল,সদস্য অপর্ণা রায় সহ পূজা কমিটির সমস্ত সদস্যগণ।