ASANSOL

রক্তদান আন্দোলনকে শক্তিশালী করার জন্য দুই দিন ব্যাপী আসানসোলে VBDOSE- PPB er ২২ তম জেলা সম্মেলন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : রক্তদান আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য শনিবার আসানসোলের এসবি গড়াই রোড এলাকায় অবস্থিত একটি বেসরকারি ম্যারেজ হলে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করেছে ভলান্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশনস সমন্বয় কমিটি পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা। আসানসোল ইসমাইল গ্রেটার সমাজ সাথী ওই সেমিনার আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এই প্রসঙ্গে, ভলান্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশনস সমন্বয় কমিটি পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা এর সেক্রেটারি অসীম সরকার বলেন, এটি ২২ তম জেলা সম্মেলন। ২ রা ও ৩ রা অক্টোবর অর্থাৎ শনি ও রবিবার এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই দুটি সংগঠনের সঙ্গে যুক্ত ২৫ টি সংগঠন এবং অন্যান্য অনেক সংস্থার সহযোগিতায় এই সেমিনার আয়োজনের উদ্দেশ্য হল মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। তিনি বলেন, এই দুই দিনের সেমিনারে স্বাস্থ্য দফতরের সব উচ্চপদস্থ আধিকারিকরা রক্তদানের বিষয়ে তাদের বক্তব্য রাখবেন, যাতে মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা ছড়িয়ে পড়ে।

তিনি বলেন যে আজকের কর্মসূচিতে স্বাস্থ্য ভবনের জয়েন্ট ডাইরেক্টর ড: গোপাল বিশ্বাস, ড: স্মরজিৎ, আসানসোল জেলা হাসপাতালের সুপার ড: নিখিল চন্দ্র দাস, ইএসআই হাসপাতালের সুপার ড: অতনু ভদ্র ,আসানসোল ইসমাইল গ্রেটার সমাজ সাথীর পুলক চক্রবর্তী, এছাড়া জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকের ড: সঞ্জিত চ্যাটার্জী, ভলান্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশনস সমন্বয় কমিটি পূর্ব- পশ্চিম বর্ধমানের প্রেসিডেন্ট তপন মাহাতা ও ভাইস প্রেসিডেন্ট তন্বিমা ধর, শিল্পাঞ্চলের রক্ত আন্দোলনের পথিকৃৎ প্রবীর ধর সহ দুই জেলার রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সকল বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *