BARABANI-SALANPUR-CHITTARANJANRANIGANJ-JAMURIA

বারাবনিতে পথ দূর্ঘটনা, ট্রাকের সঙ্গে স্কুটির সংঘর্ষ, মৃত এক কিশোরী, আহত এক

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২ অক্টোবরঃ আসানসোলের বারাবনি থানার বালিয়াপুর মোড়ে এক পথ দূর্ঘটনা ঘটে শনিবার দুপুরে। একটি ট্রাকের সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি স্কুটির সংঘর্ষে এক কিশোরীর মৃত্যু হয়। আহত হয় স্কুটি চালক এক যুবক। জামুড়িয়া থানার শ্রীপুর বাজার এলাকার বাসিন্দা মৃত কিশোরীর নাম স্বাক্ষী মাগোটিয়া (১৯)। আসানসোল জেলা হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি থাকা যুবক রোহিত পাসোয়ানের (২১) বাড়ি জামুড়িয়া থানার নিংঘাতে। পুলিশের কাছ থেকে খবর পেয়ে দুজনর বাড়ির লোকেরা আসানসোল জেলা হাসপাতালে আসেন।


পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ বারাবনি থানার গৌরান্ডির দিক একটি স্কুটিতে আসছিলো রোহিত পাসোয়ান ও স্বাক্ষী মাগোটিয়া। বালিয়াপুর মোড়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা মারে। সংঘর্ষে দুজনেই স্কুটি থেকে ছিটকে পড়ে আহত হয়। ঘটনা দেখে আশপাশের লোকেরা দৌড়ে আসেন ও তাদের উদ্ধার করে বারাবনি থানায় খবর দেন। পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়।
যুবক ও কিশোরী কোথায় গেছিলো, তা দুই পরিবারের সদস্যরা জানতেন না বলে, তারা পুলিশকে বলেছেন।
এদিন বিকালে আসানসোল জেলা হাসপাতালে কিশোরীর মৃতদেহর ময়নাতদন্ত হয়।

Leave a Reply