BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

মহিলাকে কুপিয়ে খুনের মামলায় গ্রেপ্তার এক যুবক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর থানার বরাভূই গ্রামের ৪০ বছর বয়সী পার্বতী মারান্ডি নামক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের মামলায় গ্রেপ্তার করা হলো সিরিশবেড়িয়া গ্রামের বাসিন্দা বিনোদ সেন নামক ২৬ বছর বয়সী যুবককে।
সূত্র অনুসারে জানা যায় এই খুনের মামলায় মৃত পার্বতী মারান্ডির পরিবারের সদস্য রাজু মারান্ডি লিখিত অভিযোগে বিনোদ সেনের নাম দেয়।আর এই ভিত্তিতে সালানপুর থানার পুলিশ বিনোদ সেনকে গ্রেপ্তার করেন।খুনের আসল কারণ এখনো প্রকাশ্যে আসেনি।তবে পুলিশ জোর কদমে তদন্ত শুরু করেছে।গ্রেপ্তার যুবকে শুক্রবার সকালে আসানসোল আদালতে তোলা হয় এবং পুলিশী তদন্ত সাপেক্ষে দশ দিনের জন্য পুলিশ হেফাজত চাওয়া হয় বলে জানা যায়।


ঘটনা প্রসঙ্গে জানা গেছে বুধবার দুপুরে বরাভূই গ্রামের এলাকার মানুষজন ওই গ্রামের পার্বতী মারান্ডি নামের এক মহিলাকে তারই বাড়ির মধ্যে রক্তাক্ত পড়ে থাকতে দেখে।গ্রামের বাসিন্দারা দেখার পরে সালানপুর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে সেই মহিলাকে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় পিঠাকেয়া রী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তার শরীরে গুরুতর আঘাত দেখে চিকিৎসক পার্বতী মারান্ডিকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করে কিন্তু রাস্তায় পার্বতীর মৃত্যু হয়।ঘটনা পরেই মৃতদেহ নিয়ে পুলিশ ময়না তদন্তের জন্য মৃত দেহটি জেলা হাসপাতালে পাঠায় এই ঘটনায় পরেই সালানপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Amazon Great Indian Festival 2021 : कल से, खरीदारी पर छूट की बौछार, प्राइम मेम्बर्स को आज रात 12 से 

Asansol Flood : মলয় ঘটককে নিয়ে ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখলেন মন্ত্রী জাভেদ খান, দিলেন ক্ষতিপূরণের আশ্বাসও 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *