বারাবনিতে মালগাড়ির বগি লাইনচ্যুত
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বারাবনি রেল সাইডিং থেকে ব্যাক করার সময় একটি রেলের খালি মালগাড়ির বগি লাইনচ্যুত হয়ে যায় ঘটনাটি ঘটেছে সন্ধে সাড়ে ছটা নাগাদ তারপর থেকে কাশিডাঙ্গা চরণপুর গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় দু চাকা চারচাকাকিছুক্ষণের মধ্যেই আসানসোল থেকে রেলের কর্মচারী এসে রেলের খালি বগি তাকে ঠিক করে পুনরায় রেললাইনে চাপিয়ে দেয় এতে ঘণ্টা 3 রেল চলাচল বন্ধ হয়ে পড়ে।



