আসানসোলে বঙ্গজননী কে শক্তিশালী করার স্বার্থে সম্মানিত করে উৎসাহিত করা হল, সঙ্গে বস্ত্র বিতরন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: দুর্গাপূজা উপলক্ষে আজ আসানসোলের বিএনআর এলাকায় অবস্থিত তৃণমূল ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলা INTTUC সভাপতি অভিজিৎ ঘটক, আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বঙ্গজননী বাহিনীর প্রায় একশ সদস্যকে আসানসোল উত্তর বিধায়ক এবং রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটকের পক্ষ থেকে উপহার দিয়েছেন।
এই উপলক্ষ্যে, আসানসোল নর্থ ব্লক -১ এর তৃণমূল সভাপতি গুরুদাস চ্যাটার্জি, আসানসোল নর্থ ব্লক -২ এর তৃণমূল সভাপতি উৎপল সিনহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এগুলি ছাড়াও বঙ্গ জননী বাহিনীর কার্যনির্বাহী সভাপতি সি কে রেশমা এবং রীনা মুখার্জি, দীপা পাল, কমল সিংহ, পূর্ণিমা সিং সহ বঙ্গ জননী বাহিনীর সকল পদাধিকারী এবং সদস্যরা উপস্থিত ছিলেন।