ASANSOLKULTI-BARAKAR

দিশা জনকল্যাণ কেন্দ্রের ১০৫ জন দুঃস্থ ছাত্রছাত্রী এবং শিশুকে পুজোর জামাকাপড় তুলে দিল Help For Sitarampur

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল: আজ মহাষষ্ঠীতে সীতারামপুর লছিপুরে দিশা জনকল্যাণ কেন্দ্রের ১০৫ জন দুঃস্থ ছাত্রছাত্রী এবং শিশুকে পুজোর জামাকাপড় তুলে দিল Help For Sitarampur গ্রুপ ৷ সংস্থার পক্ষ থেকে ইষ্টার্ন রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র বলেন, আমেরিকার ভার্জিনিয়া প্রদেশের প্রবাসী বাঙালিদের সংগঠন ( নর্থ ভার্জিনিয়া বেঙ্গলী অ্যাসোসিয়েশন” ( NVBA ) এর কুড়িজন সদস্য এই বাবদ আশি হাজার টাকা প্রদান করেছেন ৷ এই টাকায় আমরা প্রতিটি ছেলেমেয়েকে সেইরকমই ব্র্যান্ডেড পোষাক দিয়েছি যা আমরা আমাদের সন্তানদের জন্য কিনে থাকি ৷

আমেরিকা থেকে গ্রুপের অন্যতম সদস্য পল উপাধ্যায় ফোনে জানান, গতবছরে যেমন আমরা পুজোর পোষাক বাচ্চাদের প্রদান করেছি, এই বছরও আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রতিটি শিশুর মুখে যেন হাসি ফোটে ৷ প্রবাসী ভারতীয় অশোক মোতায়েদ বলেন, এই বছরও ছেলেদের জন্য সার্ট-প্যান্ট এবং মেয়েদের জন্য সালোয়ার-কামিজ ও চুড়িদার কেনা হয়েছে ৷ ভার্জিনিয়ার অন্য প্রবাসী বাঙালি পুলক চক্রবর্তী হোয়াটসআপে জানালেন, Help For Sitarampur প্রজেক্টের মাধ্যমে গত দেড় বছর ধরে আমরা সকলে মিলে এখানে প্রতিদিন মধ্যাহ্নভোজন, জলখাবারের সঙ্গে সঙ্গে অন্তবর্তীকালীন শিক্ষা প্রদানের ব্যবস্থা করেছি ৷ যা ডিসেম্বর অবধি চালানো হবে ৷
আজ সকাল থেকেই কচিকাচাদের ভিড়ে দিশা জনকল্যাণ কেন্দ্র মুখরিত ছিল ৷ মুশকান, দীপ, রুবি, বান্টি, সুনীতা, সান্তনা, রোশনিরা নতুন জামা পেয়ে খুব খুশি ৷ ওরা জানালো এইসব নতুন পোষাক পরেই দুর্গা ঠাকুর দেখতে বেরোবে ৷


Help For Sitarampur এর অন্যতম সদস্যা রজনী দাস বলেন, কোভিড অতিমারির জন্য এই অঞ্চলে অনেকের রোজগার একেবারে তলানিতে ঠেকেছে ৷ পুজোর এই জামাকাপড় সামান্য ওদের বাচ্চাদের মনে সামান্য হলেও আনন্দ আনবে ৷ অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত করতে বিশ্বনাথবাবুরা ছাড়াও উপস্থিত ছিলেন দিশার সহসচিব দেবব্রত অধিকারী, প্রসেনজিৎ দাস, সাধনা দাস, চাঁদ মহম্মদ, অনির্বাণ, সুজিত, টুম্পা সিনহা, বাপি সরকার প্রমুখ ৷ সবশেষে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা ছিল ৷

শুধু পড়ুয়াদের জন্য নয়, Help For Sitarampur এর যেসব ভল্যান্টিয়ার্সরা গত এপ্রিল মাস থেকে দিশার বাচ্চাদের প্রত্যেকদিন খাবারের আয়োজনে ও শিক্ষা প্রদানে যথাযথ ভাবে দায়িত্ব পালন করে আসছেন, তাদের সকলকে শারদ উপহার দিয়েছে NVBA এর সদস্যরা আজ ৷

গতবছরের মতই এই বছরও আজ আমরা #১০৫জনদুঃস্থছাত্রছাত্রীশিশুকেপুজোরবস্ত্র তুলে দিলাম Help For Sitarampur গ্রুপের পক্ষ থেকে ৷ ৷সীতারামপুর লছিপুরে দিশা জনকল্যাণ কেন্দ্রে ৷ ছেলেদের জন্য সার্ট-প্যান্ট এবং মেয়েদের জন্য সালোয়ার-কামিজ ও চুড়িদার ৷ সবই দামী এবং ব্র্যান্ডেড ৷ আমেরিকার ভার্জিনিয়া প্রদেশের প্রবাসী বাঙালিদের সংগঠন “নর্থ ভার্জিনিয়া বেঙ্গলী অ্যাসোসিয়েশন” ( NVBA ) এর কুড়িজন সদস্য পুজোর জামাকাপড় বাবদ #আশিহাজারটাকাপ্রদানকরেছেন ৷ শুধু বাচ্চাদের নয়, Help For Sitarampur এর যেসব ভল্যান্টিয়ার্সরা গত এপ্রিল মাস থেকে দিশার বাচ্চাদের প্রত্যেকদিন খাবারের আয়োজনে ও শিক্ষা প্রদানে যথাযথ ভাবে নিরলস কাজ করে যাচ্ছেন, তাদেরও সকলকে #শারদ_উপহার দিয়েছে NVBA এর এইসব মাননীয় সদস্যরা ৷
সব শেষে সকলের জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থা ছিল ৷

অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত করতে বিশ্বনাথবাবু ছাড়াও উপস্থিত ছিলেন দিশার সহসচিব দেবব্রত অধিকারী, রজনী দাস, প্রসেনজিৎ দাস, সাধনা দাস, চাঁদ মহম্মদ, ইন্দিরা দাস অনির্বাণ, সুজিত, টুম্পা সিনহা, বাপি সরকার প্রমুখ ৷ সবশেষে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা ছিল ৷

Leave a Reply