ASANSOLBengali News

স্ব-শক্তি হোমের আবাসিকারা পুজো পরিক্রমা করলো

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: প্রতিবছরের মত এই বছরও স্ব-শক্তি হোমের অনাথ ২৫ জন আবাসিকারা আসানসোল বার্নপুর কল্যানপুরের পুজো পরিক্রমা করলো ৷ এইসব আবাসিকদের বয়স ১৬ থেকে ৪৫ বছর ৷ প্রত্যেকেই সমাজ কিংবা পারিবারিক অত্যাচারের শিকার হয়ে এখানে আশ্রয় নিয়েছে ৷ নিরাপত্তাজনিত কারণে প্রায় সারা বছর এরা ‘ঘরবন্দী’ থাকে ৷ বছরের বাকী দিনগুলি ভালমন্দ মিশিয়ে হোমেই কাটানো ৷ এই একটা দিন সকলে হৈ হৈ করে বেরিয়ে পড়ে মণ্ডপে মণ্ডপে ৷
হিন্দু মুসলিমের ভেদাভেদ এখানে নেই ৷ এখানে যেমন আছে মনিকা সহিস, রূপা দাস আছে তেমনি সালমা পারভিন খাতুনের মত মুসলিম মেয়েও ৷ কিন্তু আজকের দিনটি সকলেরই শারদীয়া উৎসবে মেতে উঠেছিল ৷ প্রতিবারের মত বিনামূল্যে বাসের ব্যবস্থা করে দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলার গুরুদাস চ্যাটার্জী ( রকেট )

বিকেল ৪.৩০ এ প্রথমেই আমরা যাই পুরানহাটে নববিকাশ পূজা মণ্ডপে ৷ সেখানে মেয়েদের স্ন্যাক্স, ঠান্ডা পানীয় দেওয়া হয় ৷
সেখানে মেয়েদের তারপর একে একে বার্নপুরের বারি ময়দান, নবজাগরণ ক্লাব, মসজিদ লেন, এ বি টাইপের প্রতিমা দর্শন করে রাধানগর, রামকৃষ্ণ মিশন হয়ে কল্যাণপুরে একে একে মণ্ডপ পরিক্রমা করি ৷ সবশেষে ট্র্যাফিক কলোনিতে উপস্থিত হই ৷ সেখানে উপস্থিত ছিলেন আসানসোলের ডি আর এম পরমানন্দ সিং ৷ এখানে শিক্ষক বিশ্বনাথ মিত্র ও হোমের ইনচার্জ সেরিনা মন্ডলকে সম্বর্ধনা দেওয়া হয় ৷ পরিশেষে হোমের মেয়েদেরকে ডিনার খাওয়ানো হয় ৷

Leave a Reply