Bengali NewsRANIGANJ-JAMURIA

রানীগঞ্জে ব্যাংক এ আগুন, চাঞ্চল্য

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : সপ্তমীর দিন সকালেই রানীগঞ্জের 60 নম্বর জাতীয় সড়ক লাগোয়া তারবাংলা মোড়ের কাছে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক এ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন স্থানীয়রা আগুন লাগার বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসন ও দমকল বিভাগের খবর দিলে দমকল বিভাগের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে আগুন নেভাতে উদ্যোগ নেয়, এদিন প্রথমেই কোথায় কিভাবে লেগেছে আগুন তার খোঁজ চালায় দমকল বিভাগের কর্মীরা।

ব্যাংকের ম্যানেজার জানান রাত্রি দশটা পর্যন্ত তারা ব্যাংকের কাজকর্ম করছেন, তারপর সকালে আগুন লাগার খবর পেয়েছেন ব্যাংকের পাশের চা দোকান বালার কাছ থেকে। এরপরই তিনি তড়িঘড়ি ঘটনাস্থলে এসে বিষয়টি প্রত্যক্ষ করেন। তবে কিভাবে কি কারণে আগুন তা নিয়ে ধ্বন্দ্বে রয়েছেন তারাও। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথমে আগুনের উৎস স্থল কোথায় তা খুজতেই দীর্ঘ সময় লাগে ফায়ার ব্রিগেড ও অন্য সকল কর্মীদের । যদিও দমকল বিভাগের দল কোন কালবিলম্ব না করে আগুন নেভাতে তৎপর হয়। এখনো পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়টি জানা যায়নি।

Leave a Reply