ASANSOL

কল্যাণপুরে মহিলাদের আয়োজিত দুর্গাপূজার উদ্বোধন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর হাউসিং এলাকায় রবিবার সন্ধ্যায় মহিলাদের আয়োজিত দুর্গাপূজার উদ্বোধন করা হয়। প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন বরো চেয়ারম্যান অনিমেষ দাস ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন। জানা যায় যে ১৯৯৬ সালে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মা তৃপ্তি বন্দ্যোপাধ্যায়ের এই পূজা শুরু করেছিলেন।

এই বছর এটি এই পুজোর ২৬ তম বছর। আজকের অনুষ্ঠানের সময়, পূজা কমিটির প্রেসিডেন্ট মীরা দেওঘরিয়া, শীলা মুখোপাধ্যায়, সেক্রেটারি নীতা মুখোপাধ্যায়, সুমনা মুখোপাধ্যায়, কোষাধ্যক্ষ সুমনা মণ্ডল এবং রুম্পা মাঝি উপস্থিত ছিলেন। এই উপলক্ষে অনিমেষ দাস বলেন, এটা খুবই গর্বের বিষয় যে আসানসোলে মহিলাদের দ্বারা পরিচালিত পুজোর মধ্যে কল্যাণপুরের এই পূজা অন্যতম। তিনি বলেছিলেন যে এই পূজা গত ২৬ বছর ধরে পালিত হচ্ছে। তিনি বলেন, গত দুই বছর ধরে এই পুজোর সঙ্গে যুক্ত মহিলারা করোনা সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে পুজোর আয়োজন করেছিলেন। এ বছরও তারা করোনার সমস্ত নিয়ম কঠোরভাবে অনুসরণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে এই পূজার আগামী সময়ে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে।

https://facebook.com/380208950439603

Leave a Reply