চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় ১৪৬ দিন, ২০০টি ইঞ্জিন তৈরি করে নজির
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য , আসানসোল, ১০ অক্টোবরঃ চলতি আর্থিক বছরে মাত্র ১৪৬ দিনে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা (CLW ) ২০০টি বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি করে এক অনন্য নজির গড়ল। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার সতীশ কুমার কাশ্যপ রবিবার চিত্তরঞ্জনের রেল সাইডিং থেকে ২০০ তম রেল ইঞ্জিনটির আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/10/img-20211010-wa00322197464200171742859-500x375.jpg)
এই উপলক্ষে তিনি কারখানার সমস্ত স্তরের অফিসার ও কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, করোনাকালের মধ্যেও এত অল্প সময়ে ২০০ টি ইঞ্জিন নির্মাণ করে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার টিম অবশ্যই এক নতুন দিশা দেখিয়েছেন। তিনি প্রত্যেককে এই কাজের জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান। একইসঙ্গে তিনি এও আশা করেন, এইভাবে এই কারখানায় যদি বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি হতে থাকে তাহলে চলতি আর্থিক বছরে অবশ্যই রেল ইঞ্জিন উৎপাদনে নতুন এক রেকর্ড করবে। কারখানার জনসংযোগ দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
জেলায় ভার্চুয়াল ৫ টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়