বৃদ্ধাশ্রমে আবাসিক এর হাতে নতুন পোশাক তুলে দিল রূপনরায়নপুর ফাড়ির পুলিশ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর থানার হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির সভাপতি সুভাষ মহাজনের উদ্দোগে গড়ে উঠছে কিছু অসহায় ও অবহেলিত বৃদ্ধ বৃদ্ধা দের নিয়ে বৃদ্ধাশ্রম।আর ওই বৃদ্ধাশ্রমে থাকা আবাসিকদের হাতে পুজোয় নতুন পোশাক তুলে দিলেন রূপনারায়নপুর ফাঁড়ির ইনচার্জ রাহুল মন্ডল ও ছোট বাবু রঞ্জিত সরকার ।
বলাই বাহুল্যযে বাঙালির তথা ভারতবাসীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর এই দুর্গাপূজা উপলক্ষে সকলেই নতুন পোশাকে মায়ের দর্শন করতে বেরোয় ।তবে এমন বহু মানুষ রয়েছে যারা অর্থের অভাবে নতুন কাপড় টুকুও কিনতে পারেনা এমনকি সেইসকল কিছু মানুষ যাদের পরিবার বলতে কিছুই নেই।আর সেইসকল আসহায় মানুষের পাশে গিয়ে সমাজে শান্তি শৃঙ্খলার পাশাপাশি হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির উদ্দোগে গড়ে ওঠা বৃদ্ধাশ্রম এর প্রায় 15 জন আবাসিক দের হতে নতুন পোশাক তুলে দিলেন রূপনরায়নপুর পুলিস ইনচার্জ রাহুল দেব মন্ডল ও রূপনরায়নপুর ফাড়ির ছোটবাবু রঞ্জিত সরকার।
পুলিশ এর এই সহৃদয় সহযোগিতায় বৃদ্ধাশ্রম এর আবাসিকরা আনন্দে উচ্ছাসিত হয়ে ওঠেন ।