ASANSOL

শিল্পাঞ্চলের বিভিন্ন দুর্গাপূজা প্যান্ডেল পৌঁছলেন মন্ত্রী মলয় ঘটক, শুভেচ্ছা জানালেন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক আসানসোলের বিভিন্ন পূজা প্যান্ডেলে মা দুর্গা দর্শন করেন। তিনি শিল্পাঞ্চলের জনগণকে ‘দুর্গোৎসব’ -এ অভিনন্দন জানিয়েছেন। গোপালনগরে আয়োজিত পুজোতে মন্ত্রী মলয় ঘটক এখানে পূজা আয়োজকদের অভিনন্দন জানালেন করোনা সময়ে পুজো এত সুন্দরভাবে আয়োজন করার জন্য। ওই পূজা প্যান্ডেল পরিদর্শনের পরে মন্ত্রী মলয় ঘটক গোপালনগরে মহিলাদের দ্বারা আয়োজিত দুর্গাপূজা প্যান্ডেলে পৌঁছন। এই পূজা কমিটির সভাপতি অর্চনা ভারদ্বাজের নেতৃত্বে সকল সদস্য মলয় ঘটককে সম্মানিত করেন।

মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রাজ্যের মহিলারা এতটাই আত্মবিশ্বাস পেয়েছেন যে তারা দুর্গাপূজার মতো বড় আয়োজনও করছেন। তিনি বলেন, আজ নারীরা কোনো ক্ষেত্রেই পুরুষের চেয়ে কম নন। এখানকার মহিলারা এটাই প্রমাণ করেছেন যে তারাও দূর্গাপূজার আয়োজন করতে পারেন সেটি চমৎকারভাবে প্রমাণিত হয়েছে। অন্যদিকে অর্চনা ভারদ্বাজ বলেন, আজকের নারীরা কোনো অংশেই পুরুষের চেয়ে কম নয়। তিনি প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সঙ্গে আছেন। একইসঙ্গে, মন্ত্রীকে ‘জেনেক্স’এক্সোটিকা’তে আয়োজিত’ পূজায় ‘পূর্ণেন্দু চৌধুরীর নেতৃত্বে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে অভিজিৎ ঘটক, অনিমেষ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

 FOSBECCI Durgapuja Award : आसनसोल-बर्नपुर के श्रेष्ठ पूजा आयोजक हुए पुरस्कृत

Leave a Reply