ASANSOL

মহিলাদের নৃত্যের মাধ্যমে কল্যাণপুর স্কিম ২ এর প্রতিমা নিরঞ্জন

বেঙ্গল মিরর, আসানসোল: মহিলাদের নৃত্যের মাধ্যমে আসানসোলের কল্যাণপুর স্কিম 2 এর প্রতিমা নিরঞ্জন করা হলো।রবিবার নিরঞ্জনের দিনে পুজো মন্ডপের সামনে ঢাকের তালে মহিলারা নৃত্য পরিবেশন করে।এর পাশাপাশি একে অপরকে সিন্দুর মাখিয়ে দেয় মহিলারা।প্রসঙ্গত রবিবার কল্যাণপুর স্কিম 2 এর প্রতিমা নিরঞ্জন করা হয়েছে।প্রতিমা নিরঞ্জনের আগেই কল্যাণপুরে মহিলারা ঢাকের তালে তালে নৃত্য পরিবেশন করে।এদিন আনন্দের সাথে মা দুর্গাকে বিদায় জানানো হয়েছে।সব শেষে দামোদর নদীতে নিয়মরীতি মেনেই প্রতিমা নিরঞ্জন করা হয়েছে।

https://wp.me/pcaZRh-9YO

Leave a Reply