ASANSOL

বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আসানসোলে বিজেপির প্রতিবাদ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘু হিন্দুরা নির্যাতি হয়েছেন, মন্দির ভাঙচুর করা হয়েছে। এর বিরুদ্ধে সোমবার আসানসোল সাংগঠনিক জেলা আহ্বায়ক শিবরাম বর্মনের নেতৃত্বে আসানসোলের গির্জা মোড় থেকে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার সন্ধ্যায় ভারী বৃষ্টির কারণে এটি সম্ভব হয়নি। পরিবর্তে, গির্জা মোড়ে বিজেপি একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিল, যেখানে বিজেপি নেতারা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন।

তারা বাংলাদেশ সরকারের কাছে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তির দাবি জানান। এর পাশাপাশি আসানসোল সাংগঠনিক জেলা আহ্বায়ক শিবরাম বর্মন ভারত সরকারের কাছে এই বিষয়টিকে সারা বিশ্বের মঞ্চে গুরুত্ব সহকারে পেশ করার দাবি জানান। এই উপলক্ষে, শিবরাম বর্মণ ছাড়াও আশা শর্মা, শঙ্কর চৌধুরী, সভাপতি সিং, অরিজিৎ রায়, সুদীপ চৌধুরী, উপাসনা উপাধ্যায়,সুধা দেবী, সুদীপ গুহ রায়, দিলীপ দে, পবন সিং, ভৃগু ঠাকুর, বাপি সাহা, সুবীর ভৌমিক ছাড়াও স্থানীয় সময় বিজেপি নেতা -কর্মীরা উপস্থিত ছিলেন।

BABUL SUPRIYO কাল দিচ্ছেন সাংসদ পদ থেকে ইস্তফা, উপনির্বাচনে শাসক দলের প্রার্থী, টুইটারে মন্তব্য ঘিরে জল্পনা

জেলায় বালির সংকট দূর হতে চলেছে, ৫ ই নভেম্বর পর্যন্ত আরো ছটি লীজ হোল্ড মজুদ এলাকা থেকে বালি তোলার অনুমতি দেয়া হলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *