BARABANI-SALANPUR-CHITTARANJAN

প্রগতিশীল বাউরী সমাজের দাবি পরিবারকে আর্থিক সাহায্যের ব্যবস্থা ও দোষীকে কড়া শাস্তি দেওয়া হোক

বেঙ্গল মিরর, বারাবনি , মনোজ শর্মাঃ বারাবনি বিধানসভায় নুনি গ্রাম পঞ্চায়েতের বাউরি পাড়াতে একই পরিবারের অশোক বাউরি, বুধন বাউরি দুই ভাই কে নিঃসঙ্গ ভাবে হত্যাকরে তার আপন ভগ্নীপতি হারু বাউরী , মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশাসন ও ওই পরিবারের আর্থিক সাহায্যের ব্যবস্থা ও দোষীকে কড়া শাস্তির দাবি জানিয়েছেন প্রগতিশীলবাউরীসমাজ উপস্থিতিতে প্রগতিশীল বাউরী সমাজের জেলা সভাপতি – সমির বাউরি, দোমোহানি প্রধান – রুমা সিংহ, বারাবনি পঞ্চায়েত সমিতির সদস্য – সুলেখা বাউরি, শিবু বাউড়ি, ছোট্টন বাউরি, সংগ্রাম, বাপতন, কাজল, বিলু, শ্রীচরন, গণেশ বাউরি ও আরো অন্যান্য.

DOUBLE MURDER: শশুর বাড়িতেই জামাইয়ের হাতে খুন দুই, অভিযুক্ত আটক

জেলায় বালির সংকট দূর হতে চলেছে, ৫ ই নভেম্বর পর্যন্ত আরো ছটি লীজ হোল্ড মজুদ এলাকা থেকে বালি তোলার অনুমতি দেয়া হলো 

Leave a Reply