ASANSOL

আসানসোলে হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বাংলাদেশে হিন্দু ধর্মীয় স্থানে হামলার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা সদর আসানসোলে হিন্দু জাগরণ মঞ্চ বুধবার সন্ধ্যায় মিছিল করে প্রতিবাদ জানায়। ওই প্রতিবাদ মিছিল চিত্রা মোড় থেকে শুরু হয়ে বিএনআর মোড়ে গিয়ে শেষ হয়। ওই সময় হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্ত শহর সভাপতি প্রভাত মুখোপাধ্যায় বলেন যে, বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হয়েছে। সেখান ধর্মীয় স্থানে হামলা হচ্ছে। মৌলবাদী শক্তি ক্রমাগত হিন্দুদের নিশানা করছে যা খুবই দুঃখজনক। এইরকম ঘটনা রোধ করতে বাংলাদেশ সরকারের উচিত সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া। ওই ঘটনায় যারাই দোষী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। এরূপ ঘটনার বিরোধিতায় সমগ্র বিশ্বের হিন্দু সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা প্রয়োজন।

ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিন্দু জাগরণ মঞ্চের আসানসোল জেলা সহ- সভাপতি তাপস সিং, জেলা সম্পাদক অমিত সরকার, আইনজীবী পীযূষকান্তি গোস্বামী প্রমুখ। পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর সভাপতি ভ্রমর ধীবর, হাবু গড়াই, অভিজিৎ রায়, শুভ গাঙ্গুলী, সমীর ভৌমিক, সুস্মিতা দাশগুপ্ত, বিগু ঠাকুর, সুদীপ চৌধুরী প্রমুখ অন্যান্য সদস্যরা।

হিন্দু জাগরণ মঞ্চের ওই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে সমস্ত মিছিলের যাত্রাপথে এবং মিছিল শেষে সভা করার সময় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন এসিপি সেন্ট্রাল মানবেন্দ্র দাস, এসিপি ট্রাফিক সুকান্ত ব্যানার্জী, এসিপি হীরাপুর প্রতীক রাই, আসানসোল দক্ষিণ থানার আইসি অভিজিৎ চ্যাটার্জী,
সিআই হিরাপুর শিবনাথ পাল, ওসি হিরাপুর, আইসি সাউথ পিপি সহ অন্যান্য আধিকারিকরা।

বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আসানসোল শহরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মশাল মিছিল, বাবুল সুপ্রিয়কে কটাক্ষ

Leave a Reply