আসানসোলে গোল্ড লোন কোম্পানি ডাকাতির ঘটনায় ২ জনকে রিমান্ডে নিল সিআইডি
বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: আসানসোলে বেসরকারি গোল্ড লোন কোম্পানি ডাকাতির ঘটনায় ২ জনকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের সিআইডি । আসানসোল দক্ষিণ থানার ভাঙ্গা পাঁচিল এলাকায় Gold Loan Company এর শাখায় কয়েক কোটি টাকার সোনা ও নগদ টাকা লুঠের প্রায় দেড় মাস পরে তদন্তে নেমে রাজ্য পুলিশের হাতে একটা যোগ সূত্র আসে। রাজ্য পুলিশের সিআইডি হুগলির চন্দননগরে একই কোম্পানির শাখায় ডাকাতি মামলায় গ্রেফতার হওয়া বিহারের পাটনার বিট্টু কুমার এবং শেখপুরার ধর্মেন্দ্র কুমার লালকে নিয়ে বৃহস্পতিবার আসানসোল আদালতে তোলে। বিচারক তাদের জামিন নাকচ করে সিআইডির আবেদনের ভিত্তিতে দুজনকেই ১২ দিনের জন্য রিমান্ডের নির্দেশ দেন। এরপরই দুজনকে নিয়ে সিআইডির অফিসাররা কলকাতায় রওনা হন।



উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর আসানসোলের জিটি রোডের ভাঙ্গা পাঁচিলের বেসরকারি গোল্ড লোনকারী কোম্পানিতে ডাকাতি হয়। এরপর গত ৭ অক্টোবর কলকাতার চন্দননগরেও একই আদলে ডাকাতি হয়। যার মধ্যে কয়েকজন ডাকাত ধরা পড়ে। একই সঙ্গে এই দুজনকেও ধরা হয়। পরে আসানসোল ডাকাতির সঙ্গে তাদের যোগ প্রকাশ্যে আসে। তারপরই তাদেরকে আসানসোলের ঘটনায় নতুন করে গ্রেফতার করে সিআইডি।
Asansol Muthoot Fincorp শাখায় দুঃসাহসিক ডাকাতি, ফিল্মি কায়দায় লুট ১২ কেজি সোনা ও নগদ ১০ লক্ষ টাকা