ASANSOL

বিশ্বজুড়ে সেরা বিজ্ঞানী তালিকায় আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। বিশ্বজুড়ে ২% সেরা বিজ্ঞানী তালিকায় এবার জায়গা করে নিলেন আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক জিতেন্দ্র নাথ রায়। ক্যালিফোর্নিয়ার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির তরফে  বিশ্বের সেরা  ৩৩৫১ জন বিজ্ঞানীদের তালিকা তৈরি করা হয়েছে এবং গত ১৯ অক্টোবর তা প্রকাশিত হয়েছে। এই তালিকায় জিতেন্দ্র নাথ রায়ের নাম থাকায় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী এবং বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় প্রধান শান্তনু কুমার ঘোষ তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন আমরা সকলেই আপনার এই স্বীকৃতির জন্য গর্বিত । এতে অধ্যাপক থেকে ছাত্রছাত্রীরা সকলেই উৎসাহিত ও অনুপ্রাণিত হবেন।

অপরদিকে জিতেন্দ্র নাথ রায় বলেন অবশ্যই আমি এই খবরে অত্যন্ত খুশি। নিজেদের গবেষণা ও কাজের এটা একটা স্বীকৃতি । আরো ভালো লাগছে আমি যে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কর্মরত তার সাথে কাজী নজরুলের নাম এবং পশ্চিমবঙ্গের নাম জড়িত। ২০১৬ তে আমি আগরতলা এনআইটি থেকে এখানে অধ্যাপনা করতে আসি ।আমার  গবেষণার বিষয় ছিল অপটিকস,অপটো ইলেকট্রনিক্স, অপটোস্পিনট্রনিক্স। বর্তমানে আমি এবং আমাদের আরেকজন অধ্যাপিকা ডক্টর পূজা দে যৌথভাবে ভাবা অ্যাটমিক রিসার্চ কেন্দ্র ট্রম্বে থেকে ৩৪ লক্ষ টাকার একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি  ।কাজের বিষয় হল অপটিক্যাল ফটো লাইট ডিটেক্টর।

আসানসোলে পুরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু তৃণমূল কংগ্রেসের

উত্তরাখন্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো গাড়ি, আসানসোলের পর্যটকদের দল, ৫ জনের মৃত্যু 

Leave a Reply