KULTI-BARAKAR

পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– দিনে দিনে, ডিজেল, পেট্রোল এবং অন্যান্য জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের প্রতিবাদে টিএমসি-র জেলা চেয়ারম্যান এবং ADDA-এর সহ-সভাপতি উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে নিয়ামতপুরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল।
এ প্রসঙ্গে বলা হয়, দিন দিন ডিজেল, পেট্রোলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে।যার ভার পড়ছে সাধারণ মানুষের কাঁধে।আর এরই প্রতিবাদে কুলটি বিধানসভা কেন্দ্রের লছিপুর গেট থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূলের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে বিশাল মিছিল বের করা হয়।এই মিছিলে প্রাক্তন কাউন্সিলর ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মিছিলটি প্রধান সড়ক হয়ে পায়ে হেঁটে নিয়ামতপুর চিত্তরঞ্জন মোড়ে পৌঁছায়।এ সময় উপস্থিত জনতা কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে গিয়ে মোদী সরকারের অপসারণের দাবি জানান।নিগমের প্রশাসকদের মধ্যে রয়েছেন মীর হাসিম, টুনি লোহিয়া, তনু মুখার্জি, আরমান খান, হ্যাপি সিং, তানভীর ইমাম, সোমনাথ ঘোষ, সজল ঘোষ, মৌমিতা সেনগুপ্ত, স্মিতা ঘোষ, সজন কাদরী কুলটি, তৃণমূল যুব সভাপতি বাবন মুখার্জি, মইজ খান, মানিক বিদ সহ বিভিন্ন কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply