ASANSOL

আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধাজ্ঞাপন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: কালিপুজোর রাতে কলকাতায় প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী ও বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় । শুক্রবার সকালে আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনে সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হয়। রাজ্যের প্রবীণ মন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনে একটি স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারপার্সেন অমরনাথ চট্টোপাধ্যায় তাকে সবার প্রথম পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।


একইভাবে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনর অ্যাডমিনিস্ট্রিটিভ বোর্ডের ভাইস চেয়ারপার্সন ডঃ অমিতাভ বসু, মানস দাস, বোর্ড সদস্য চন্দ্র শেখর কুন্ডু, দিব্যেন্দু ভগত, মীর হাশিম, তৃণমূল কংগ্রেসের নেতা আকাশ মুখোপাধ্যায় , রবিউল ইসলাম প্রমুখরা প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের ছবিতে পুষ্পস্তবক দেন।

Leave a Reply