ASANSOLASANSOL-BURNPUR

KBC তে আসানসোলের শিক্ষক ২৫ লক্ষ জিতেছেন, WBTPTA দ্বারা সম্মানিত হলেন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : কৌন বনেগা ক্রোড়পতির ১৩ তম সিজনে আসানসোলের শিক্ষক ইন্দ্রজিৎ দে ২৫ লক্ষ টাকা জিতেছেন। বার্নপুরে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে WBTPTA এর রাজ্য সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে একটি অনুষ্ঠানে ইন্দ্রজিৎ দেকে সম্মানিত করা হয়।

KBC में 25 लाख

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে হীরাপুর দক্ষিণপাড়া ফ্রি প্রাইমারী স্কুলের শিক্ষক ইন্দ্রজিৎকে সম্মানিত করা হয়। অশোক রুদ্র বলেন, এটি শিল্পাঞ্চলের মানুষের জন্য গর্বের বিষয়। কয়েক কোটি অংশগ্রহণকারীর মধ্যে মাত্র কয়েকজন হটসিটে পৌঁছাতে সক্ষম হন। শিক্ষক ইন্দ্রজিৎ সেখানে পৌঁছে পুরস্কারও জিতে নেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌম্যদীপ ঘোষ, হিমাদ্রি, যুব টিএমসি ব্লক সভাপতি অমিত সেন প্রমুখ।

KBC LIVE ASANSOL के शिक्षक ने जीते 25 लाख

Asansol के शिक्षक KBC में, हॉटसीट पर होंगे Big-B के सामने

Leave a Reply