BARABANI-SALANPUR-CHITTARANJAN

চিত্তরঞ্জন রেল শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন পালিত হলো

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য,আসানসোল। চিত্তরঞ্জন দাশের নামাঙ্কিত চিত্তরঞ্জন রেল শহরের প্রশাসনিক ভবনে দেশবন্ধু মূর্তিতে তার ১৫২তম জন্মদিন উপলক্ষে মাল্যদান করেন চিত্তরঞ্জনের জেনারেল ম্যানেজার সতীশ কুমার কাশ্যপ এবং সেখানে পুষ্পস্তবক দিয়ে দেশবন্ধুকে সন্মান জানান  সি এল ডব্লু  ওমেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভানেত্রী নমিতা কাশ্যপ। এই সংগঠনের সদস্যরা এদিন ১৫২ টি মোমবাতি জ্বালিয়ে বিশ্ববরেণ্য এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  এখানে সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। চিত্তরঞ্জনের জনসংযোগ দফতরের পক্ষ থেকে দেশবন্ধু চিত্তরঞ্জনের জীবনের বিভিন্ন দিক নিয়ে একটি অসাধারণ তথ্যচিত্র এদিন পরিবেশিত হয় ।তার জন্মদিন উপলক্ষে  অফিস ও কারখানা এ দিন ছুটি ছিল। অন্যদিকে আই এন টি ইউ সির উদ্যোগেও আলাদা করে এই দিনটি মর্যাদাসহ পালন করা হয়।

এদিন চিত্তরঞ্জন রেলওয়েমেন্স কংগ্রেসের সদস্যরা চিত্তরঞ্জন পেট্রোল পাম্প এর সামনে দেশবন্ধুর ছবি তে পুষ্প দান করেন। দেশের স্বাধীনতা সংগ্রামে দেশ বন্ধুর অবদান স্মরণ করা হয়I ইউনিয়নের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সিং বলেন দেশপ্রেমিক এর নামে ওনার একটাও মূর্তি এই রেল শহরে আমজনতার জন্য স্থাপন করা হয়নি। যেখানে ওনার প্রতি সবাই শ্রদ্ধা জানাতে পারে।তারা প্রশাসনের কাছে দাবি জানান দেশ বন্ধু চিত্তরঞ্জন দাস এর মূর্তি সর্বজনীন স্থানে স্থাপন করে ওনার প্রতি উচিত সম্মান দেওয়া হোক I এই উপলক্ষে ইউনিয়নএর অধ্যক্ষ সঞ্জীবসিং সাহি , স্টাফ কাউন্সিলের সংযুক্ত সচিব সৌমেন দাস নেপাল চক্রবর্তী, দেবাশিস মজুমদার সহ আরো অনেক সদস্য উপস্থিত ছিলেন I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *