আসানসোলে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে লায়ন্স ক্লাবের উদ্যোগে শিবির ও সচেতনতা রেলি
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৪ নভেম্বরঃ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে রবিবার আসানসোল লায়ন্স ক্লাব উদয়নের পক্ষ থেকে আসানসোল উত্তর থানার সহযোগিতায় একটি শিবিরের আয়োজন করা হয়। সেখানে ২৪৫ জনের ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি ১৯৯ জনের চক্ষু পরীক্ষা করা হয়। এই উপলক্ষে লায়ন অশোক রায়, লায়ন পিকে নন্দী, লায়ন নন্দিতা মুখোপাধ্যায় লায়ন স্নেহাশীষ মজুমদার সমীর রায়, আসানসোল উত্তর পুলিশের সেকেন্ড অফিসার শৈলেন মান্না উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে এদিন আসানসোলের রবীন্দ্র ভবন থেকে আসানসোল স্টেডিয়াম পর্যন্ত আসানসোল স্পেশাল পুলিশ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, লায়ন্স ক্লাব অফ আসানসোল গ্রেটারের পক্ষ থেকে একটি সচেতনতা র্যালি বার করা হয়। লায়ন্স ক্লাব আসানসোল গ্রেটারের সদস্যরা সাধারণ মানুষের মধ্যে ক্যাপ এবং টি-শার্ট বিতরণ করেন। উপস্থিত ছিলেন আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী, ডাঃ রঘুবীর বন্দোপাধ্যায়, ভাস্কর গড়াই প্রবীর ঘটক লায়ন্স ক্লাব অফ আসানসোল গ্রেটারের সভাপতি মনোজ কুমার, ভাস্কর সাহা অম্বিকা মুখোপাধ্যায় প্রমুখ।