ASANSOLBengali NewsKULTI-BARAKAR

বরাকরে চাঞ্চল্য, জন্মদিনের পার্টিতে গুলি চালানোর ভিডিও ভাইরাল, গ্রেফতার ২

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য, আসানসোল, ১৭ নভেম্বরঃ জন্মদিনের পার্টি চলছে। সেখানে আসা অতিথিদের সামনে পিস্তল থেকে চললো গুলি। আর সেই গুলি চালানোর ভিডিও মুহুর্তের মধ্যে ভাইরাল হলো। তার থেকেই বিপত্তি। মঙ্গলবার রাতের এই ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার বরাকরের রিভারসাইড গোয়ালা পট্টিতে। এই ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতেই দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম হলো মনোজ যাদব ও ধর্মেন্দ্র যাদব। বুধবার সকালে ধৃতদের আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে ৭ দিনের জেল হাজতের নির্দেশ দেন। দুজনকে আগামী ২৩ নভেম্বর আবার আসানসোল আদালতে তোলা হবে বলে আদালত সূত্রে জানা গেছে। পুলিশ একইসঙ্গে মঙ্গলবার রাতে জন্মদিনের পার্টিতে যে পিস্তল থেকে গুলি চালানো হয় সেটিকে বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানায়, ঐ পিস্তলটির ধৃত ধর্মেন্দ্র যাদবের নামে লাইসেন্স রয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কুলটি থানার বরাকরের রিভারসাইড গোয়ালা পট্টিতে মনোজ যাদবের বাড়িতে জন্মদিনের একটি পার্টি ছিলো। সেখানে নিজের লাইসেন্স থাকা পিস্তল নিয়ে এসেছিলেন ধর্মেন্দ্র যাদব। পার্টি চলাকালীন আচমকাই মনোজ যাদব সেই পিস্তল নিয়ে পরপর ৪ রাউন্ড গুলি চালায়। গুলি চালানোর সেই দৃশ্য মুহুর্তের মধ্যে ভাইরাল হয়। খবর পেয়ে কুলটি থানা ও বরাকর ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছায়। প্রথমে দুজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, লাইসেন্স থাকা পিস্তল থেকে এইরকম ভাবে কেউ গুলি চালাতে পারেন না। যার নামে লাইসেন্স তিনি গুলি চালাতে পারেন। তবে, তারজন্য তাকে যথাযথ কারণ দর্শাতে হবে। এই ঘটনায় তার কোনটিও হয়নি। তাই দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আসানসোল শিল্পাঞ্চল জুড়ে বাড়ছে ক্ষোভ, যাত্রী তোলা নিয়ে টোটো চালক ও বাস কর্মীদের মধ্যে বচসা ও হাতাহাতি, বার্ণপুর বাসস্ট্যান্ডে উত্তেজনা 

আসানসোল শহরের বাড়ছে যানজট, নিয়ম মেনে পার্কিং জোনে গাড়ি রাখার নির্দেশ পুরনিগমের, করা হলো মার্কিং

Leave a Reply