KULTI-BARAKAR

নিজেই ভেঙে ফেলছেন অবৈধ নির্মাণ

বেঙ্গল মিরর, আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত – বরাকর বাজার থেকে অবৈধ দখল উচ্ছেদের জন্য আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড সদস্য় ( বরাকর, কুল্টি ও ডিসেরগঢ়ের ভারপ্রাপ্ত) চন্দ্রশেখর কুণ্ডূর নির্দেশের পরে, আজ অনেক মানুষকে বাজার থেকে তাদের অবৈধ দখল সরাতে দেখা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বরাকর বাজারে অবৈধ দখলদারদের দখলে পুরো বাজার, ফলে বাজারে প্রায়ই অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় এবং লোকজনকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

এর পরিপ্রেক্ষিতে আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন বরাকর বাজারকে জ্যাম মুক্ত করার উদ্যোগ নেয় এবং বাজারের সমস্ত দোকানদারদের সতর্ক করে অবৈধ দখল সরানোর নির্দেশ দেয়। এরই মধ্যে বেগুনিয়া বাজার ও স্টেশন রোডের অনেক দোকানদার ও বাড়িওয়ালা সেই কথা মাথায় রেখে অবৈধ দখল উচ্ছেদের কাজ শুরু করেন।মিউনিসিপ্যাল ​​বোর্ডের সদস্য চন্দ্রশেখর কুণ্ডূ বলেন, অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না। শহর সবার, তাই এর উন্নয়নে সবাইকে সহযোগিতা করতে হবে।

Leave a Reply