ASANSOL

আসানসোলে রেলওয়ে চাইল্ডলাইনের ছেলেমেয়েদের প্রয়াত বাবার জন্মদিনে উপহার মেয়ের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২০ নভেম্বরঃ মাস তিনেক আগে গত ১০ আগষ্ট ৬১ বছর বয়সে প্রয়াত হয়েছেন পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের বাসিন্দা সুবীর চট্টোপাধ্যায়। আগামী ২৯ নভেম্বর প্রয়াত সুবীরবাবুর জন্মদিন। বাবার সেই জন্মদিন উপলক্ষে শনিবার চাইল্ড লাইন আসানসোলে থাকা ছেলেমেয়েদের পাশে দাঁড়ালেন মেয়ে সঙ্গীতা চট্টোপাধ্যায়। তাদের হাতে তুলে দিলেন আঁকার সামগ্রী সহ অন্যান্য উপহার।


প্রয়াত সুবীর চট্টোপাধ্যায়ের মেয়ে সঙ্গীতা চট্টোপাধ্যায় বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে শিশু বা পেডিয়াট্রিক ওয়ার্ডের নার্স। সঙ্গীতাদেবীর স্বামী ভাস্কর হাজরা আসানসোল জেলা হাসপাতালের সহকারী বা এ্যাসিসটেন্ট সুপার। শনিবার সকালে রেলওয়ে চাইল্ড লাইন আসানসোলের তরফে আসানসোলের ভিআইপি রোডে রেল চিলড্রেন পার্কে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাতে অংশ নেয় চাইল্ড লাইনে থাকা ১৭ জন ছেলেমেয়ে। সেখানে সঙ্গীতা চট্টোপাধ্যায় স্বামী ভাস্কর হাজরাকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন চাইল্ড লাইনের আধিকারিকরা। সঙ্গীতা চট্টোপাধ্যায় বাবার জন্মদিন উপলক্ষে ১৭ জন ছেলেমেয়েদের হাতে উপহার তুলে দেন। দেওয়া হয় খাবারের প্যাকেটও।


পরে সঙ্গীতা দেবী বলেন, ভালো কাজের মাধ্যমেই বাবার স্মৃতিকে শ্রদ্ধা জানাচ্ছি। বাবা নিজে মানুষের জন্য ভাবতেন। তার দেখানো পথেই হাঁটছি। তাই বাবার জন্মদিনে চাইল্ড লাইনে থাকা ছেলেমেয়েদের কাছে এলাম। আগামীদিনে তাদের পাশে থাকার সবরকম চেষ্টা করবো।
ভাস্করবাবু জানান, শ্বশুর মাস কয়েক আগে প্রয়াত হয়েছেন। তার জন্মদিন উপলক্ষে আমরা এদিন চাইল্ড লাইনের ছেলেমেয়েদের কাছে এসেছিলাম। নানান সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে তাকে স্মরণ করছি। ইতিমধ্যেই আমরা বিভিন্ন হোমে গেছি। আগামী দিনে বৃদ্ধাশ্রম সহ বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছে আছে।
সঙ্গীতাদেবী ও ভাস্করবাবুর উপহার পেয়ে খুশি চাইল্ড লাইনের ছেলেমেয়েরা।

Leave a Reply