আসানসোল ও দূর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে তৃনমুল কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভ, রাস্তা অবরোধ
https://www.facebook.com/BANGALMIRROR/videos/578661576534257/



বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়/দেব ভট্টাচার্য, সৌরদীপ্ত সেনগুপ্ত:
আসানসোল ও দূর্গাপুর, ২২ নভেম্বরঃ পুরভোটের প্রচারে গিয়ে ত্রিপুরা পুলিশের হাতে সায়নী ঘোষের গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার আসানসোল শিল্পাঞ্চল জুড়ে আন্দোলনে নামলো তৃনমুল কংগ্রেস।
পশ্চিম বর্ধমানের জেলা সদর আসানসোলে বঙ্গজননীর পক্ষ থেকে একটি মোমবাতি সহ প্রতিবাদ মিছিল রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু করে ভগৎ সিং মোড় হয়ে আবার রবীন্দ্রভবনে ফেরত আসে। ওই প্রতিবাদ মিছিলে বহু সংখ্যায় মহিলা উপস্থিত ছিলেন। রবীন্দ্রভবনে এসে বিএনআর মোড়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুত্তলিকা জালানো হয়। ওই সময় উপস্থিত ছিলেন বঙ্গজননী পশ্চিম বর্ধমান জেলা সভানেত্রী আলপনা বন্দ্যোপাধ্যায়, কার্যকারী সভানেত্রী সিকে রেশমা ও রীনা মুখার্জী , সাধারণ সম্পাদিকা কমল সিং ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।ওই সময় আলপনা বন্দ্যোপাধ্যায়ের বলেন যে,” রাজ্য যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষের ত্রিপুরাতে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি । আমরা গণতন্ত্রকে সম্মান করি। বাংলার মেয়েকে আটকে রাখা যাবেনা। ত্রিপুরায় আমরা ঘাস ফুল ফোটাবই।”

সোমবার সকালে, আসানসোলের রানিগঞ্জে ২ নং জাতীয় সড়ক অবরোধ করল তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। এদিন সকালে জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি ও রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের নেতা বিনোদ নুনিয়ার নেতৃত্বে জেকে নগর মোড়ে এই অবরোধ কর্মসূচি করে প্রতিবাদ জানানো হয় ত্রিপুরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে । তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের বেশ কিছুক্ষণ এই অবরোধ কর্মসূচি চলায় কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ২ নং জাতীয় সড়কে যানবাহন চলাচলে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সালানপুর ব্লকের রুপনারায়নপুর ডাবর মোড়ে তৃণমূলের সাগর কুন্ডুর নেতৃত্বে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
, (মনোজ শর্মা, বারাবনি ) অন্যদিকে, আসানসোলের বারাবনি ব্লকের
দোমোহানি বাজারে এদিন সকালে টিএমসিপি ও তৃনমুল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি রেলি বার করা হয়। পরে একটি বিক্ষোভ সমাবেশ হয়। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন বরুণ তেওয়ারি, গোলাম মুর্তজা ও ছোটন কর্মকার।

( চরণ মুখার্জি, জামুড়িয়া ) এদিকে, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে অগণতান্ত্রিক পদ্ধতিতে গ্রেফতার করার প্রতিবাদে এদিন জামুড়িয়া ব্লক ১ তৃণমূল ছাত্র পরিষদের ডাকে একটি ধিক্কার সমাবেশ হয় বালানপুর মোড়ে। উপস্থিত ছিলেন ছাত্র নেতা জয়দীপ রুইদাস,আকাশ বাউরি, রাহুল মন্ডল, গোবর্ধন রুইদাস সহ ব্লক ছাত্র নেতৃত্ব। এই প্রসঙ্গে জামুড়িয়া ব্লক ১ তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি পিন্টু কুমার দত্ত বলেন, আমরা ধিক্কার সমাবেশ থেকে এই বার্তাই দিতে চাই যে ত্রিপুরাতে হিটলারি শাসন চলছে। পান থেকে চুন খসলেই যারা পশ্চিমবঙ্গের গণতন্ত্র নিয়ে কথা বলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিরাজমান। কেননা বিধানসভা ভোটের আগে আমরা দেখেছি দিলীপ ঘোষ বলেছিলেন, ” মায়ের কোল খালি করে দেবো”, “মাটিতে পুঁতে দেবো”। তার সত্বেও দিলিপবাবু গ্রেফতার হননি। উপরন্তু বিজেপি নেতারা বারবার বাংলায় গণতন্ত্রের কথা বলছিলেন। সেই সূত্রেই বলতে চাই বিজেপি শাসিত রাজ্য গুলিতে গণতন্ত্র আজ বিপন্ন।

আশাকরি ত্রিপুরার মানুষ ২০২৩ সালে বিজেপিকে সাফ করে দিয়ে একটা গণতন্ত্রের সরকার গড়বে ও ত্রিপুরাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তিনি আরো বলেন, আর বিজেপিকে একটা কথা মনে করিয়ে দিতে চাই আর কয়েক মাস পরে বাংলায় পুরনিগম নির্বাচন। তখন রাজনৈতিক ময়দানে “দেখা হবে” ও “খেলা হবে” ।

কাজল মিত্র :- পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী মাননীয়া সায়নী ঘোষকে বিনা অপরাধে গ্রেপ্তার এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের উপর হামলার প্রতিবাদে, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাননীয় কৌশিক মণ্ডল ও ছাত্র-যুব নেতা মাননীয় যতীন গুপ্তা’র নির্দেশে, কুলটি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ শাখা ও ছাত্র সংসদের উদ্যোগে এবং ছাত্র নেতা তুলসী গোপাল রুইদাস ও সাধারণ সম্পাদক সৌরভ ঘোষালের নেতৃত্বে কুলটি কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করা হলো। উপস্থিত ছিলেন ছাত্র সংসদের সৌরভ দাস, বিক্রম লাহা, বাবন বাদ্যকর, শুভম দাস, লোকেশ মহাপাত্র, ভারতী মাহাতো, সুচরিতা পারমাণিক, সোনাই চ্যাটার্জী।

রবিবার রাতে, আসানসোলে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা যুব সভানেত্রী সায়নি ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করে। তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আসানসোল জিটি রোডের বড় পোস্ট অফিস লাগোয়া তৃণমূল কার্যালয় থেকে মিছিল নিয়ে হটন রোড মোড়ে আসেন। সেখানে একটি প্রতিবাদ সভা হয়। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারপার্সন মানস দাস, যুব নেত্রী ববিতা দাস, প্রমোদ সিং, শিবানন্দ ঠাকুর, বিশ্বরূপ গাঙ্গুলি।
একইভাবে, এদিন সায়নী ঘোষের গ্রেফতারের প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরেও তৃনমুল যুব কংগ্রেসের কর্মী ও সমর্থকরা প্রতিবাদে রাস্তায় নামেন। রাস্তা অবরোধের পাশাপাশি দূর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সভা হয়।