ASANSOLKULTI-BARAKAR

ইসিএলের সদর দপ্তরে ছয় শ্রমিক সংগঠনের ডাকা তিনদিনের অনশন স্থগিত

আবেদনে সাড়া ৭ ডিসেম্বর বৈঠক করবেন সিএমডি

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য , আসানসোল, ২২ নভেম্বরঃ সিটু, এআইটিইউসি, আইএনটিইউসি, ভারতীয় মজদুর সংঘ সহ ৬টি শ্রমিক সংগঠনে ছয় দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার থেকে আসানসোলের কুলটির শাঁকতোড়িয়ায় ইসিএলের সদর দপ্তরে তিনদিনের অনশন আন্দোলনের ডাক দেওয়া হয়েছিলো। সোমবার সেই আন্দোলন আপাততঃ স্থগিত রাখা হলো।

नहीं होगा अनशन


সোমবার ইসিএলের চেয়ারম্যান কাম ম্য়ানেজিং ডাইরেক্টর( সিএমডি) প্রেমসাগর মিশ্রর আহবানে সাড়া দিয়ে ৬ শ্রমিক সংগঠন নেতারা একটি বৈঠক করেন। প্রায় ঘন্টা দুইকের বৈঠকে বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। ইসিএলের চেয়ারম্যানের দিল্লিতে যাওয়ার কথা। তাই তিনি শ্রমিক সংগঠনের নেতাদের কাছে আবেদন করে বলেন, তাদের ডাকা আন্দোলন তারা আপাতত স্থগিত রাখুন। তিনি আগামী ৭ ডিসেম্বর সব শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে তাদের সমস্ত দাবি-দাওয়া নিয়ে আলোচনা করার কথা বলেন।


তার অনুরোধেই এই আন্দোলন স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন এদিন ইসিএলের আইএনটিইউসির সাধারণ সম্পাদক চন্ডী বন্দ্যোপাধ্যায় । চন্ডীবাবু বলেন, ইসিএল কর্তৃপক্ষ কোনরকম জেসিসি মিটিং ডাকছেন না। এমনকি তারা বিভিন্ন নীতির ক্ষেত্রে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে।সিটুর জেসিসি সদস্য সুজিত ভট্টাচার্য বলেন, ইসিএল একের পর এক কয়লা খনি বন্ধ করছে উৎপাদন সাসপেনশনের নাম করে । অথচ তারা সেই ব্যাপারে শ্রমিক সংগঠনের সঙ্গে কোনরকম আলোচনা করছে না। ইসিএলে কোনরকম বদলি নীতি নেই । যাদের জমি নেওয়া হয়েছে তাদের অনেকের জমি থেকে কয়লা তুলে নেওয়া হলেও তাদের এখনো পর্যন্ত চাকরি দেওয়া হয়নি। এই সমস্ত দাবিকে সামনে রেখেই আমরা মঙ্গলবার থেকে ইসিএলের সদর দপ্তরে তিনদিনের অনশন আন্দোলনের ডাক দিয়েছিলাম। কিন্তু ইসিএলের চেয়ারম্যানের অনুরোধে আপাতত তা স্থগিত রাখা হল। আগামী ৭ ডিসেম্বরের বৈঠকের পর আমরা সমস্ত শ্রমিক সংগঠন আবার বসে পরবর্তী সিদ্ধান্ত নেব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *