ASANSOL

পুরনিগমের ট্যাক্স আদায়ের ক্যাম্প হলো গারুইতে

বেঙ্গল মিরর, আসানসোল ঃ আসনসোল পুরনিগমের পক্ষ  থেকে ওয়ার্ড সংখ্য়া ২০র গারুইতে ট্য়াক্স  আদায়ের জন্য়  ক্য়াম্পের  আয়োজন  করা হলো। প্রাক্তন কাউন্সিলার শ্রাবণী মণ্ডলের উদ্য়োগে ক্য়াম্প অনুষ্ঠিত হয়ে। এখানে এলাকার  মানুষরা নিজের বকেয়া ট্য়াক্স জমা করেন। শ্রাবণী মণ্ডল জানান পুরপ্রশাসেকর নির্দেশে এই ক্য়াম্প করা হয়েথে। এতে পুরনিগমেরও  অর্থ আদায় হছে ও  মানুষরাও বাড়ির  পাশেই  ট্য়াক্স  জমা করার সুযোগ পাছে। উনি বলেন যাদের ট্য়াক্স বকেয়া  রয়েছে তারা জমা করেদিন, যাতে  পুরনিগম আরও ভালোভাবে কাজ করতে পারে। 


কিছূ দিন আগেই পুর প্রশাসক বলে ছিলেন, যারা কারখানা চালায় তাদেরকে পুরনিগম জল দেয়। কারখানায় বর্জ্য পদার্থ পুরনিগমের নর্দমা দিয়ে যায়। তা পুরনিগমের সাফাই কর্মীরা পরিষ্কার করে। তারা সুবিধা নেবে, অথচ পুর কর দেবেনা। আমার আবেদন যাদের ৫০ হাজার টাকার কম ও ৫০ হাজারের বেশি পুর কর বকেয়া রয়েছে, তারা তা মিটিয়ে দিন। তাহলে পুরনিগমের পরিসেবা চালাতে সুবিধা হবে।পুরনিগম সূত্রে জানা গেছে, পুর এলাকায় কমার্শিয়াল ক্ষেত্রে ৩০ কোটি টাকারও বেশি কর বকেয়া রয়েছে। যার মধ্যে শুধু আসানসোল শহরের বকেয়ার পরিমাণ ১৫ কোটি টাকার মতো ।

Leave a Reply