Bengali NewsRANIGANJ-JAMURIA

কোলিয়ারির পার্সোনেল ম্যানেজারের বাড়িতে তালা ভেঙ্গে চুরি

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য : ইসিএলের শ্রীপুর এরিয়ার অন্তর্গত নিঘা কোলিয়ারি পার্সোনেল ম্যানেজারের বাড়িতে তালা ভেঙ্গে চুরির ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে গতকাল রাত্রে বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরে জানালা ও দরজার তালা ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে জামুড়িয়া থানার পুলিশ।

বাড়িতে তালা ভেঙ্গে চুরি


স্থানীয় সুত্রে জানা গিয়েছে পার্সোনেল ম্যানেজা্র অজিত কুমার মজুমদারের ছেলে দেখা করতে গিয়েছিলেন। সেই সুযোগে বুধবার রাত্রে বাড়ির পেছনের প্রধান দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে চুরি করে নিয়ে চপমট দেয়। জানা গিয়েছে প্রবেশ করে এবং ঘরের সব কক্ষের দরজা ভেঙে চুরি করে। জানা গিয়েছে নগদ ৫৫০০ টাকা ও একটি সোনার আংটি, জামাকাপড়, বাসনপত্র, জুতাসহ ঘরের মধ্যে রাখা অনেক জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরেরে। তবে আর কিকি চুরি গিয়েছে তার এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।


ঘটনার পর এলাকার মানুষজনেরা আতঙ্কে রয়েছে। ঢিল ছোড়া দূরে রয়েছে শ্রীপুর পুলিশ ফাঁড়ি, তার সত্বেও কি ভাবে এই ঘটনা ঘটে তার নিয়ে নিরাপত্তার প্রশ্ন তুলেছে এলাকাবাসিরা।

Leave a Reply