ASANSOL

আসানসোল স্টেশনে আধুনিক সিআইটি কার্যালয়ের উদ্বোধন

বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল স্টেশন আধুনিক সিআইটি কার্যালয়ের উদ্বোধন করা হলো। শুক্রবার আসানসোল রেল ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার শান্তনু চক্রবর্তী ফিতে কেটে এর উদ্বোধন করেন৷ সিআইটি কার্যালয়কে নতুন রূপে পেয়ে টিকিট চেকিং কর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিইএন (কো-অর্ডিনেশন) কৌশলেন্দ্র কুমার, এসিএম বি কে শর্মা, মনোজ তিওয়ারি প্রমুখ।

রেল ডিভিশনের ‘টিকিট চেকিং সংক্রান্ত আয়’ থেকে সর্বোচ্চ অবদান রাখার জন্য চার টিকিট চেকিং ইন্সপেক্টর ভবেশ, মো. নাসিম ওরফে মুন্না, শিউলি দাস এবং জাহিদ আখতারকে সম্মানিত করা হয়। এরই সঙ্গে অবসরপ্রাপ্ত দুই সিআইটি ডি চট্টোপাধ্যায় এবং ডি টুডুকে সম্মানিত করা হয়। ওই সময় মলয় মজুমদার, সুবীর রায়, তনু দত্ত, বিদ্যুৎ ব্যানার্জী সহ সকল চেকিং স্টাফ উপস্থিত ছিলেন।

Leave a Reply