ASANSOL

আসানসোল ইনডোর স্টেডিয়ামে শুরু দুদিনের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশিপ

রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩ ডিসেম্বরঃ আসানসোল পোলো ময়দানে আসানসোল ইনডোর স্টেডিয়ামে শুক্রবার শুরু হল দুদিনের ৪৩ তম পশ্চিম বর্ধমান জেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা। গত দুই বছর ধরে এই প্রতিযোগিতা বন্ধ ছিল। এ বছর আবার এই নতুন করে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশিপ

সেই প্রতোযোগীতায় ছেলেমেয়ে মিলিয়ে অনূর্ধ্ব ১৩ , অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ ক্যাটাগরিতে মোট ১৭৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। শনিবার এই প্রতিযোগিতা শেষ হবে।
পশ্চিম বর্ধমান জেলা ব্যাডমিন্টন এ্যাসোসিয়েশনের সহযোগিতায় বিবেকানন্দ ব্যাডমিন্টন ক্লাব দুদিনের এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

আসানসোলে শহীদ ক্ষুদিরাম বসুর ১৩২ তম জন্মবার্ষিকী পালন

আসানসোলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন 

Leave a Reply