ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

BOMB :- সালানপুরে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

বেঙ্গল মিরর, মনোজ শর্মা,সালানপুর ঃ- পুকুর পাড়ে থেকে উদ্ধার দশটি বোমা:
সালানপুর এলাকায় কোনো দুর্ঘটনা ঘটার আগেই দশটি বোমা উদ্ধার করে বোমাগুলি নিষ্ক্রিয় করলো রূপনারায়ন পুর ফাঁড়ির পুলিশ। শনিবার দিন সালানপুর ব্লকের অন্তর্গত জিৎপুর উত্তররামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কীর্তনশোলা গ্রামের মধ্যে একটি পুকুর পাড় থেকে দশটি বোমা উদ্ধার করে পুলিশ।
জানা যায় স্থানীয় মানুষজন পুকুর পাড়ে এই বোমাগুলি পড়ে থাকা অবস্থায় দেখতে পায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশকে।পুলিশ বোমাগুলি উদ্ধার করে বালতির জলে ডুবিয়ে সেগুলিকে নিষ্ক্রিয় করে।বোমা উদ্ধার ঘিরে ওই এলাকার চাঞ্চল্য রয়েছে।পুলিশের অনুমান
এই ঘটনার পর থেকে জোর কদমে তদন্ত শুরু করেছে পুলিশ।

বোমা

Leave a Reply