ASANSOL

আসানসোলে বঙ্গ জননী বাহিনীর পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, দীপ সেন: আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধাদকা এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে পশ্চিম বর্ধমান জেলা বঙ্গ জননী বাহিনীর কার্যকরী সভাপতি রীনা মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই রক্তদান শিবিরে আসানসোল উত্তরের বিধায়ক এবং আইন ও পূর্ত প্রতিমন্ত্রী মলয় ঘটক রক্তদাতাদের শংসাপত্র দিয়ে শিবিরের উদ্বোধন করেন।

এই অনুষ্ঠানে উৎপল সিনহা, প্রবীর ধর, হেমন্ত গোস্বামী, কৃষ্ণা মুখার্জী, গায়ত্রী ঘোষ, নূপুর ব্যানার্জী ,কাকলী দেবনাথ ,মিতা ভট্টাচার্য সহ বঙ্গ জননী বাহিনীর সকল সদস্য উপস্থিত ছিলেন। এ উপলক্ষে মলয় ঘটক বলেন, এই করোনা সময়ে রক্তের অভাবে মানুষের জীবন বিপন্ন। এমতাবস্থায় বঙ্গ জননী বাহিনীর নারীদের পক্ষ থেকে এমন রক্তদান শিবিরের আয়োজন অনেক উপকারে আসবে। তিনি বঙ্গ জননী বাহিনীর পক্ষ থেকে ওই অনুষ্ঠানের প্রচেষ্টার প্রশংসা করেন।

Leave a Reply