লছিপুর যৌনপল্লীতে গ্রাহকদের কাছ থেকে মারধর করে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ, গ্রেফতার ৩
বেঙ্গল মিরর, কাজল মিত্র:-আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুর যৌনপল্লী এলাকাই ভিনরাজ্য থেকে কয়েকজন যুবক এসেছিলেন এবং সেখানে ঐ যৌনপল্লির কিছু দোকান দার ও দালাল মিলে ঐ যুবকদের মারধর করে বলে অভিযোগ ।তারা জানায় যে ওই যৌনপল্লি এলাকায় খরচের বিলবাবদ অনলাইনের মাধ্যমে তাদের কাছ থেকে বিল নেওয়ার নাম করে বয় দেখিয়ে অতিরিক্ত টাকা নিয়ে নেয়।
তারা বলে ডিজিটেল লেনদেনের মধ্যদিয়ে মোট প্রায় চারলক্ষ কুঁড়ি হাজার টাকা লছিপুর যৌনপল্লীর এক দোকানদার নিজের একাউন্ট ট্রান্সফার করে নেয়।আর তার পরেই ঐ যুবকরা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হন এবং ঘটনার বিষয়ে অভিযোগ করেন। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে।এছাড়া এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জন অভিযুক্ত কে গ্রেফতার করে আজ তাদেরকে আসানসোল আদালতে তোলা হয়।
এই বিষয়ে যৌনকর্মীরা আতঙ্ক যে এই ভাবে গ্রাহকদের মারধর করে টাকা বেশি নিলে গ্রাহক আসা বন্ধ হয়েযাবে ফলে সমস্যা হবে যৌনকর্মীদের।তাই এই সব ধরনের মারধর টাকা বেশি নেওয়ার মতো ঘটনা বন্ধ হোক ।কারণ এখানে ঝাড়খন্ড বিহার সহ ভিনরাজ্য থেকে গ্রাহক আসে।আর এমনি ঘটনা ঘটলে দিশার বদনাম হবে ফলে গ্রাহকদের আসা বন্ধ হলে অসুবিধার সম্মুখীন হবে যৌন কর্মীরা ।