ASANSOL

আসানসোলে শুরু তিনদিনের জেলা “বাংলা মোদের গর্ব “

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৭ ডিসেম্বরঃ রাজ্য সরকারের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, হস্তশিল্পের সম্ভার ও সরকারী উন্নয়নমূলক কাজের প্রদর্শনী সমন্বয়ে তিনদিনের পশ্চিম বর্ধমান জেলায় “বাংলা মোদের গর্ব” শুক্রবার থেকে আসানসোলের সেনরেল স্টেডিয়ামে। এদিন বিকালে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুভদ্রা বাউড়ি, জেলাশাসক এস অরুন প্রসাদ, অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ ) প্রশান্ত শুক্লা, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) ডাঃ অভিজিৎ সেভালে , আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক সোমাত্মানন্দাজি মহারাজ, আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য শ্যাম সোরেন, মহাশ্বেতা বিশ্বাস, প্রাক্তন কাউন্সিলার শ্রাবণী মণ্ডল সহ অন্যান্যরা।
রবিবার পর্যন্ত হওয়া ” বাংলা মোদের গর্ব ” এ প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। যেখানে জেলার শিল্পীদের পাশাপাশি কলকাতার শিল্পীরা অংশ নেবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply