আসানসোলে শুরু তিনদিনের স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৭ ডিসেম্বরঃ আসানসোলের এসবি গরাই রোডের রামসায়ের ময়দানে শুক্রবার থেকে তিনদিনের গৌরচন্দ্র রায় স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের উদ্যোক্তা আসানসোল গ্রাম ক্রিকেট কমিটি।
এদিন সকালে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার খেলায় মুখোমুখি হয় হায়াত গার্মেন্টস ও ব্রান্ড কালেকশন। প্রথমে ব্যাট করতে নেমে ৮ ওভারে ব্রান্ড কালেকশন ৬ উইকেটে ১০৫ রান করে। পরে ব্যাট করতে নেমে হায়াত গার্মেন্টস ৫ উইকেটে ৮ ওভারে ৯০ করে। ১৫ রানে জয়ী হয়ে প্রথম সেমিফাইনালে পৌঁছে যায় ব্র্যান্ড কালেকশন। জয়ী দলের মহঃ টারজান ৫১ রান করে সুভাষ মুখোপাধ্যায় মেমোরিয়াল ম্যান অফ দ্যা ম্যাচ হয়।




দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ১৮ রানে জয়ী হয়ে সুজন্য রেসিডেন্সি সেমিফাইনালে পৌঁছায়। প্রথমে ব্যাট করতে নেমে ৮ ওভারে ৫ উইকেটে ১২৪ রান করে সুজন্য রেসিডেন্সি। পরে ব্যাট করতে নেমে বাবু ক্লাব ৮ উইকেটে ১০৬ রান করে। সর্বোচ্চ ৫২ রান করে ম্যান অফ ম্যাচ হয় সুজন্য রেসিডেন্সির সানি।
এদিন বিকালে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সুজন্য রেসিডেন্সিকে ১৮ রানে হারিয়ে ফাইনালে পৌঁছায় ব্র্যান্ড কালেকশন। প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১১৩ রান করে। পরে ব্যাট করতে নেমে ৮ ওভারে ৫ উইকেটে ৯৫ রান তোলে সুজন্য রেসিডেন্সি। ৩৮ রান করে সুভাষ মুখোপাধ্যায় মেমোরিয়াল ম্যান অফ ম্যাচ নির্বাচিত হয় ব্র্যান্ড কালেকশনের মহঃ সৈয়দ।
উদ্যোক্তারা জানান, শনিবার আরো দুটি কোয়ার্টার ও দ্বিতীয় সেমিফাইনাল হবে। রবিবার হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে।