BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনির ঘটনায় চাঞ্চল্য, আগুনে পুড়ে ডিভোর্স হয়ে যাওয়া বধূর মৃত্যু, তেল ঢালার আগে শারীরিক নির্যাতনের অভিযোগ ফেরার স্বামীর বিরুদ্ধে

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৭ ডিসেম্বরঃ শ্বশুরবাড়িতে চড়াও হয়ে ডিভোর্স হওয়ার পরেও গায়ে কেরোসিন তেল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো ফেরার স্বামীর বিরুদ্ধে। আরো অভিযোগ যে, কেরোসিন তেল ঢালার আগে স্বামী স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের বারাবনি থানার মদনপুরে। মৃত মহিলার নাম মঞ্জুলা বিবি ( ২৬)। শুক্রবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে মহিলার মৃতদেহর ময়নাতদন্ত হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, বারাবনি থানার মদনপুরের বাসিন্দা মঞ্জুলা বিবির সঙ্গে ঐ এলাকারই বাসিন্দা শেখ আবুর বিয়ে হয়। বছর দুয়েক আগে তাদের মধ্যে পারিবারিক অশান্তির কারণে ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে মঞ্জুলা বাপের বাড়িতেই থাকতো।
বৃহস্পতিবার রাতে মঞ্জুলা বিবি বাপের বাড়িতে এক ঘরে শুয়েছিলো। বাপের বাড়ির লোকেরা অন্য ঘরে ছিলো। অভিযোগ, রাতে কোন এক সময় পাঁচিল টপকে বাড়িতে ঢোকে শেখ আবু। বেশ কিছুক্ষুন পরে মঞ্জুলার চিৎকার শুনে বাবা নৌশাদ খান ও বোন তসলিমা পরভীন দৌড়ে আসেন।

তারা দেখেন শেখ আবু পাঁচিল টপকে পালাচ্ছে। এরপর তারা দেখেন মঞ্জুলার গায়ে আগুন। তারা আগুন নিভিয়ে রাতেই অগ্নিদগ্ধ অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে তার মৃত্যু হয়। এদিন দুপুরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ অফিসারকে মৃত মহিলার বাবা ও বোন ঘটনার সম্পর্কে বলেন, ডিভোর্স হয়ে যাওয়ার পরেও মঞ্জুলার স্বামী বৃহস্পতিবার রাতে পাঁচিল টপকে বাড়িতে ঢোকে। সেই তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগায়। তার আগে সে মঞ্জুলার উপর শারীরিক নির্যাতনও করেছে।
পুলিশ জানায়, মৃত মহিলার বাবাকে ঘটনা নিয়ে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। তারপর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply