ASANSOLBengali NewsKULTI-BARAKAR

আসানসোল ও কুলটিতে বিজেপির পথ অবরোধ ও বিক্ষোভ, কলকাতা পুরভোটে ছাপ্পা ও সন্ত্রাসের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

বেঙ্গল মিরর, কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৯ ডিসেম্বরঃ কলকাতা পুরভোটে শাসক দল তৃনমুল কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পা ও সন্ত্রাসের অভিযোগ তুলে রবিবার আসানসোল জেলা বিজেপির তরফে আসানসোল শিল্পাঞ্চলের একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। আসানসোলের জিটি রোডের গীর্জা মোড়ে রাস্তা অবরোধ করা হয় জেলা বিজেপির পক্ষ থেকে। জেলা বিজেপির কনভেনার শিবরাম বর্মনের নেতৃত্বে আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর আশা শর্মা, ভৃগু ঠাকুর সহ নেতা ও কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

বিজেপির এই অবরোধের জেরে বেশ কিছুক্ষণ জিটি রোডে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। এরপর আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ( সেন্ট্রাল ) মানবেন্দ্র দাস। বেশ কিছুক্ষুন পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
এর পাশাপাশি একইভাবে কুলটির থানা মোড়ে জিটি রোডে বিজেপির তরফে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এই কর্মসূচিতে বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এখানেও কুলটি থানার পুলিশ এসে অবরোধকারীদের তুলে দেয়।

Leave a Reply