রূপনারায়ণপুর বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেল একটি ঘোড়াকে
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সাধারণত রূপনারায়নপুর বাজারে এমন দৃশ্য কমই চোখে পড়ে তবে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ রূপনারায়ণপুর বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেল একটি পূর্ণবয়স্ক বাদামি রঙের ঘোড়াকে।একা ঐ ঘোড়াটিকে বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখে কৌতূহল বেড়ে যায় আশেপাশের মানুষের।খোঁজ নিয়ে দেখাগেল ঘোড়াটি মালিক ছাড়াই নির্বিঘ্নে চড়ে বেড়াচ্ছে।কখনো এদিকে ওদিকে যাওয়া আসা করছে।
তবে একাকি ঘোড়াটি দেখে পথচলতি মানুষ আনন্দ পাওয়ার সঙ্গে সঙ্গে চিন্তিতও হয়ে পড়েন কারণ যেকোন মুহূর্তে ব্যস্ত রাস্তায় ঘোড়াটি দুর্ঘটনায় পড়ে যেতে পারে আবার ঘোড়ার কারনেও পথচলতি মানুষ অথবা বাইক আরোহীরা অসুবিধায় পড়তে পারেন।তবে খবর দেওয়া হয় রূপনারায়ণপুর বন বিভাগে। খবর পেয়েই রূপনারায়নপুর রেঞ্জ অফিসার অচিন্ত্য সরকার তার দপ্তর থেকে চার জন কর্মীকে পাঠিয়ে ঘোড়াটিকে চিত্তরঞ্জন আসানসোল রাস্তার উপর থেকে তাড়িয়ে মাঠের মধ্যে নিয়ে যান।
এ প্রসঙ্গে রেঞ্জ অফিসার বলেন ঘোড়া গৃহপালিত জন্তু , তার জন্য বন দপ্তরের বিশেষ কোনো ব্যবস্থা নেই।কিন্তু দুর্ঘটনার ভয়ে তাকে ব্যস্ত রাস্তা থেকে তাড়িয়ে মাঠে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন।তবে ঘোড়াটির মালিকের খোঁজখবর নেওয়া হচ্ছে।খবর পেলেই পৌঁছে দেওয়া হবে।তবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কুলটি অঞ্চলে সবচেয়ে বেশি ঘোড়া পালন করা হয়,হয়তো সেখান থেকেই ঘোড়াটি পালিয়ে এসেছে।আপাতত ঘোড়াটিকে সুরক্ষিত ভাবে বনদফতরের হাতে রাখা হয়েছে ।যদি অসাধু কোন ব্যক্তির হাতে পরে তাহলে ঘোড়াটির বড় ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে ।