ASANSOL

আসানসোলে কাল থেকে হস্তশিল্প মেলার আয়োজন, জেলা গ্রন্থাগার মাঠে

বেঙ্গল মিরর, আসানসোল, দীপ সেন : আসানসোল জেলা গ্রন্থাগার সংলগ্ন মাঠে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সহযোগিতায় এগরা এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট সোসাইটি দ্বারা একটি হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার এটির উদ্বোধন করা হবে।

সোসাইটির প্রধান কমলাকান্ত জানা জানান, করোনা সংকটের কারণে হস্তশিল্পের কারিগররা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মেলার মাধ্যমে তারা কর্মসংস্থানের সুযোগ পাবেন। এই হস্তশিল্প মেলা চলবে ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। এখানে মোট ৩০টি স্টল তৈরি করা হয়েছে.

যেখানে কারিগরদের তৈরি হস্তশিল্পের পণ্য পাওয়া যাবে। এখানে বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের কারিগররা তাদের বিশেষ পণ্য নিয়ে আসবেন। জনসাধারণের জন্য মেলায় প্রবেশ অবাধ রাখা হয়েছে ।

Leave a Reply